করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লক ডাউন। প্রধানমন্ত্রীর নির্দেশে ৩রা মে পর্যন্ত চলবে এই লক ডাউন। ঘরবন্দি মানুষ। নেই কাজ, নেই উপার্জন। এরই মধ্যে স্বাস্থ্য বা গাড়ির বিমা যাঁদের আছে তাঁরা কীভাবে তাঁদের বিমা পুনর্নবীকরণ করবেন তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার তাঁদের রেহাই দিয়ে নতুন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, স্বাস্থ্য ও গাড়ির বিমা পুনর্নবীকরণের জন্যে ১৫ মে পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হবে প্রত্যেককে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইটারে সরকারের তরফে একটি নয়া নির্দেশিকা জারি করে বলেছেন "বিমার ক্ষেত্রে প্রত্যেকেই পুনর্নবীকরণের জন্যে ১৫.০৫.২০২০ পর্যন্ত অর্থ জমা দেওয়ার সময় পাবেন"। লকডাউন জারির আগে যাঁদের বিমার টাকা জমা দেওয়ার কথা ছিল তাঁদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধা প্রযোজ্য নয়, স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে অর্থমন্ত্রকের তরফে। পলিসি রিনিউয়াল ডেট ২৫ মার্চের পরে ছিল তাঁদের জন্যই এই সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র।
With a view to mitigate hardship to policyholders whose health & motor (third party) insurance policies are due for renewal during COVID-19 lockdown, Govt. has issued notification allowing policyholders to make payments on or before 15.05.2020 towards renewal of their policies. pic.twitter.com/KauhDvovhf— NSitharamanOffice (@nsitharamanoffc) April 16, 2020
Social Plugin