Aarogya Setu ‘OK’ must for central govt staffers

     করোনা মোকাবিলায় সম্প্রতি আরোগ্য সেতু হেল্থ চেক-আপ অ্যাপ এনেছে ভারত সরকার। এই অ্যাপ শুধুমাত্র ব্যবহারকারী সংক্রামিত কিনা সেটাই বলে না, তার পার্শ্ববর্তী কেউ আক্রান্ত হলে তাও জানাতে সক্ষম। এবার এই অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হল সমস্ত সরকারি কর্মীদের জন্য।


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

    মঙ্গলবার নীতি আয়োগের এক কর্মীর করোনা ধরা পড়তেই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হয়। কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে আরও জানানো হয়, অফিস আবার আগে এই অ্যাপে প্রতিদিন করতে হবে হেলথ চেক-আপ। সেফ বা লো-রিস্ক রেজাল্ট অর্থাৎ সবুজ সংকেত পেলেই যেতে পারবেন অফিসে। হাই রিস্ক বা মডারেট দেখালে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে।