Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুঃস্থ- অসহায় মানুষদের ঔষধ দিয়ে পাশে দাড়ালেন কয়েকজন যুবক

করোনা আবহে লক ডাউন পরিস্থিতির জেরে গ্রামের দুঃস্থ- অসহায় মানুষেরা একদিকে যেমন ক্ষুধার যন্ত্রনায় কাঁতর অন্যদিকে জ্বর, সর্দিসহ একাধিক সাধারন রোগের চিকিৎসার খরচ জোগাড়েও ব্যর্থ। তখন তাঁদের পাশে এগিয়ে এল ওকড়াবাড়ী অঞ্চলের প্রান্তিক গ্রাম পঞ্চাধ্বজির কয়েকজন শিক্ষিত যুবক। 

পরমানন্দ গ্রামের পঞ্চায়েত মুক্তা রায় ও গিতালদহ ২নং ব্লকের প্রধান বিথীকা রায় বর্মনের সহযোগিতায় ওই যুবক দল স্থানীয় গ্রামের দুঃস্থ- অসহায় মানুষদের ঔষধ প্রদানের ব্যবস্থা করে। এই যুবক দলের মধ্যে রয়েছে দিনহাটা মেডিপয়েন্ট এর উৎপল বর্মন, করিম হক, সহ আরও অনেকে।

এদিন, গিতালদহের দরিবস কলোনি, ওকড়াবাড়ীর পঞ্চাধ্বজি, পরমানন্দ, বালাকন্দি, ইন্দ্রনারায়নসহ কয়েকটি গ্রামে দুঃস্থ- অসহায় মানুষদের হাতে প্যারাসিটামল ট্যাবলেট, হিস্টাজিন ট্যাবলেট ও মাল্টিভিটামিন ট্যাবলেট প্রদান করা হয়। সাথে সাথে করোনা সংক্রমণ রুখতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ মেনে বাড়িতে থাকার বার্তা দেন। লক ডাউন মেনে চলে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন তাঁরা।

দিনহাটা মেডিপয়েন্টে কর্মরত স্থানীয় যুবক উৎপল বর্মন বলেন, "করোনা আবহে মানুষ সংকটে রয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে পেরেই খুশি। যেহেতু, মেডিসিনের সাথে যুক্ত আছি তাই এই উদ্যোগ নিতে পেরে আমরা খুশি। সবাই ঘরে থাকুক, সুস্থ থাকুক। লক ডাউন মেনে চলুক এই বার্তাই দিতে চাই সকলকে।" 

Ad Code