করোনা ভাইরাসের মারণকামরে গৃহবন্দী গোটা দেশ। ভয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেননা অনেকেই। কিন্তু দিনহাটা-২ ব্লক এর অন্তর্গত গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে সংক্রমণের আশঙ্কা উপেক্ষা করেই জীবাণু নাশক স্প্রে করলো ভিআরপিরা।এদিন দিনহাটা-২ ব্লক ভিআরপি সংগঠনের সভাপতি রফিক মিঞা সাংবাদিকদের জানান যে তারা তিন বছর ধরে পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ করার কাজ করছেন। এর মধ্যেই করোনা ভাইরাসের আবির্ভাব হাওয়াতে তারা এর মোকাবিলায় মাঠে নেমে পড়েছেন।
রফিক বাবু জানান, যারা ভিন্ন রাজ্য থেকে এসেছে তাদের খোঁজ খবর রাখা, তাদের ১৪ দিন ঘরে থাকার পরামর্শ দেওয়া, সচেতনা মূলক ব্যানার ও লিফলেট বিলি করছেন তারা। রেশন কার্ড এর টোকেন বাড়ি বাড়ি গিয়ে বিলি করা ছাড়াও বিভিন্ন বাজার, রেশন দোকান, পোস্ট অফিসে যারা আসে প্রত্যেকেই যাতে সামাজিক দুরত্ব বজায় রাখে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতাও করছেন সাধ্যমত।
এরপর কিছুটা আক্ষেপের সুরে তিনি জানান যে আশাকর্মী থেকে সিভিক ভলান্টিয়ার সবার জন্যই সরকার জীবনবিমা করে দিলেও ভিআরপি দের দিকে সরকার কোনো ভাবেই তাকাচ্ছে না। আমাদের না দিচ্ছে হ্যান্ড গ্লাভস না দিচ্ছেন মাস্ক। তার পরেও আমরা করোনা ভাইরাসের মোকাবেলায় নেমে পড়েছি। আমাদের দিকে সরকার দেখুক আর না দেখুক আমরা সরকারের সঙ্গে আছি।
Social Plugin