লকডাউনে পরিবারের সাথে জন্মদিন পালন, কেমন কাটলো পরিচালক তুষার চট্টোপাধ্যায় এর জন্মদিন!

বাংলা চলচিত্র জগতে পরিচালক তুষার চট্টোপাধ্যায় বেশ পরিচিত। বেশ কিছু বাংলা ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসাবে দেখা গিয়েছে তাকে। নিজেও কিছু প্রজেক্টের পরিচালনা করেছেন। গতকাল ছিল তুষার চট্টোপাধ্যায় এর জন্মদিন। চারিদিকে লকডাউন, সমস্ত শ্যুটিং বন্ধ। কেমন করে কাটলো তাঁর শুভ জন্মদিন? আমাদের কাছে ফোনের ওপারে ধরা দিয়েছিল পরিচালক। হাসি আর আড্ডাতে জন্মদিনের নানা কথা শেয়ার করে নিল৷ তার কিছু অংশ আপনাদের জন্য রইলো।

তুষার চট্টোপাধ্যায় (চিত্র পরিচালক) - আজকের দিনটা আমার কাছে খুব প্রিয় একটা দিন। খুব স্পেশাল একটা ভালোবাসার দিন। কারন জন্মদিন সবার কাছে খুব প্রিয় হয়। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। প্রতিটি বছরের মতো মা কে প্রনাম করে এই দিনটা শুরু করি। আজ ও ঠিক তেমন ছিল। যেহেতু লকডাউন চলছে, সবাই বাড়িতে রয়েছি, তাই বন্ধুদের সাথে ওভার ফোন কথা হয়েছে। কাল রাত থেকে বহু মানুষ ফোনে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সকালে মায়ের হাতে বানানো পায়েস খেয়েছিলাম। দুপুরে বেশ বাঙালি খাবার ছিল মেনুতে৷ আপামর আমি বাঙালি (একটু মৃদু হাসি)। 

বিকালে আমার কিছু বন্ধুদের সাথে আগামী কাজ গুলো নিয়ে কথা হয়েছে। যেহেতু এইবছর বাড়িতে আছি পরিবারের সাথে, তাই জন্মদিনের পুরো দিনটাই পরিবার কে সময় দিয়েছি। আমার স্ত্রী প্রিয়াঙ্কা বাড়িতে কেক বানিয়েছিল। বেশ আনন্দের সাথে পুরো দিনটা কেটেছে। তবে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই আমার জন্মদিন টা কে এতটা স্পেশাল করার জন্য, এত শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য।