করোনা আতঙ্কে জেরবার বিশ্ব। করোনা ভাইরাসের সংক্রমণ চিন, ইতালি, ভারত প্রায় সব দেশেই ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করেছে। কোভিড-১৯ সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার কোমর বেঁধে নেমে পড়েছে। সারা দেশে চলছে লক ডাউন। এমন পরিস্থিতিতে সকল জনগণের সচেতনতা রুখতে পাঁড়ে করোনা সংক্রমণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে তামাক জাত দ্রব্যের সেবন বয়ে নিয়ে আসতে পাঁড়ে বিপদ। তামাক পণ্যের আদান-প্রদানে হতে পারে ভাইরাস প্রেরন করতে পারে। তামাক পণ্য আপনার শ্বাস-প্রশ্বাস ভাইরাসের প্রতি আরও দুর্বল করে তোলে। এনিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা টুইটার ও ফেসবুকের মাধ্যমে মানুষকে সচেতন করছে।
দেখে নেওয়া যাক- বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই সতর্কবার্তা।
Using tobacco products can increase your chance of getting #COVID19— World Health Organization (WHO) (@WHO) March 26, 2020
❗️Bringing your👐to your👄can transfer the virus into your body
❗️Sharing tobacco products can transmit the virus btw. people
❗️Tobacco weakens your respiratory system making you more vulnerable to the virus pic.twitter.com/5xFVxxx4ZJ
Social Plugin