শুকারুর কুটি:দিনহাটা মহকুমারের প্রান্তবর্তী এলাকা হলো শুকারুর কুটি অঞ্চল। করোনা ভাইরাসের সংক্রমণ  ঠেকাতে ২১দিনের সারাদেশ ব্যাপী যে লক ডাউন ঘোষণা করা হয়েছে তাতে অনেকেই সমস্যায় পড়েছেন।

সরকারি সাহায্য ঘোষিত হলেও এখনো সাধারণ মানুষের হাতে আসেনি।এই পরিস্থিতিতে শুকারুর কুটির মেনাজুল হক,কবির হোসেন,সফিকুল ইসলাম,আতাউর ইসলাম,আবদুল রহমান,সুভাষ বর্মন  নামে জনা ছয়েক যুবক দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন ।

তারা সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট পোস্ট করে অর্থ সাহায্য চায়।কিছু মানুষ তাতে সাড়া দিয়ে এগিয়ে আসে।সেই অর্থ  দিয়েই তারা গতকাল শুকারুরকুটি গ্রাম পঞ্চায়েত ৫০ জন অসহায় মানুষদের চাল,আলু,সাবান ও মাস্ক বিতরণ করেন।তাদের এই মহান উদ্যোগের সকলেই প্রশংসা করেছেন।এতেআরও আর্থিক সাহায্য প্রয়োজন।

যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তাদের জন্য সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হলো।
Name-MENAJUL HOQUE
A/C-32142104636
Bank-SBI
Branch-kursha Hat
IFSC-SBIN0009847

8167736655(phonepe,Google pay)

UPI ID :8167736655@ybl