এবার নোভেল করোনা ভাইরাস নিয়ে সতর্কবার্তা দিল বর কনে
রবীন মজুমদার/দক্ষিণ 24 পরগনা:
দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত গ্রাম গঙ্গাসাগর ব্লকের বাড়ি এলাকায় এবার এক অন্যতম ছবি ধরা পড়ল বিবাহ রিসিপশনে। করোনা ভাইরাস সতর্কবার্তা দিয়ে বৈবাহিক জীবনে পা রাখলেন অম্লান ও উপমা।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
সারা বিশ্ব যখন করোনাভাইরাস একটি মহামারীর আকার ধারণ করেছে আর ঠিক সেইখানে গঙ্গাসাগর ব্লকের বইচবারি এলাকার নবদম্পতি মুখে মাস্ক পরে বিবাহ রিসেপশনে মানুষকে সতর্ক হওয়ার জন্য বার্তা দিলেন।
তারা জানান আজ বিশ্বে নভেল করোনাভাইরাস একটি মহামারির আকার ধারণ করেছে সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে কোনরকম গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হতে। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক হওয়ার জন্য তারা বার্তা দেন। উপমা ও অম্লান তাদের বিয়েতে ক্যাটারারদের মাস্ক পরার জন্য উৎসাহিত করে। এই বিয়েবাড়িতে প্রত্যেক ক্যাটারার ছাড়া নিজ মুখে মাস্ক পরে এবং হাতে গ্লাভস পরে খাবার পরিবেশন করে।
Social Plugin