Pic source: ANI twitter

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজধানী। দিন যত গড়িয়ে চলছে মৃতের সংখ‍্যা তত বাড়ছে। প্রচুর ঘর-বাড়ি, দোকানপাঠ, স্কুল, কারখানা ধ্বংস হয়েছে। এছাড়াও, অস্ত্রসহ জনতার হাতে কাবু হতে হয়েছে প্রায় শতাধিক মানুষকে ও গুলিবিদ্ধ হয়েছে একজন সাংবাদিকও। এমনকি প্রাণহানি হয়েছে পুলিশ কর্মকর্তার।

দিল্লীর হিংসাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের একাংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত‍্যাগের দাবি তুলেছিল। প্রায় সকল রাজনৈতিক দল দিল্লী হিংসায় কেন্দ্র সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। 

দিল্লী হিংসার প্রতিবাদ জানিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। এদিন পার্লামেন্টে গান্ধিমূর্তির সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালো কাপড় চোখে বেঁধে দিল্লী হিংসার তীব্র প্রতিবাদ করা হয়।

Pic source: ANI Twitter

 এদিনেইপার্লামেন্ট গ্রাউন্ডের গান্ধী মূর্তির সামনে দিল্লী হিংসার প্রতিবাদে সরব হল কংগ্রেসও। এই প্রতিবাদী কর্মসূচীতে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি, রাহুল গান্ধী, শশী থারুর। সাথে সাথে "Save our Country" পোস্টারো দেখা যায়। এই প্রতিবাদী কর্মসূচীতে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত‍্যাগের দাবি তোলে কংগ্রেস নেতৃত্বসহ সকলেই।