যাঁরা প্রযুক্তি বা কম্পিউটার বিজ্ঞান নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান, তাঁদের উচিত হাইস্কুল থেকেই অঙ্ক নিয়ে জোরদার পড়াশোনা করা। কারণ,কম্পিউটার বিজ্ঞানের পুরো বিষয়টাই দাঁড়িয়ে আছে অঙ্কের উপর। এমনটাই মনে করছেন আইআইএসসি-র কম্পিউটার সায়েন্স এবং অটোমেশন বিভাগের অধ্যাপক যদাতি নরহরি। তাঁর মতে, আজকাল প্রযুক্তি ক্ষেত্রে যা ঘটছে তার প্রতিটির পিছনেই রয়েছে গণিত শাস্ত্রের উপস্থিতি। নতুন যন্ত্রের ডিজাইন, নতুন পণ্যের নির্মাণ অথবা কোনো নতুন থিয়োরি তৈরি- প্রতিটি ক্ষেত্রেই মূল চাবিকাঠি হল গণিত শাস্ত্র,’ বলেছেন যদাতি নরহরি।
বেঙ্গালুরুর এক শিক্ষাপ্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক ভাবে গণিতের পাঠ নিতে হয়। আইআইএসসি এর চেয়ারম্যান নরহরির মতে, ‘গবেষণার গুণমান বজায় রাখার জন্য গণিতের পাঠ নেওয়া খুবই জরুরি।' তিনি আরও বলেন, 'তত্ত্বগত বা থিয়োরিটিক্যাল কম্পিউটার-বিজ্ঞান মূলত গণিতের উপরই নির্ভরশীল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন লার্নিং (এমএল) এবং ডেটা সায়েন্স ও কম্পিউটার সায়েন্সের মধ্যে নিহিত রয়েছে গণিত শাস্ত্রের Probability, Statistics, Linear Algebra, Graph Theory এর মতো বিষয়গুলি।'
Social Plugin