Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার জেরে স্কুল, কলেজ ও সিনেমাহল ৩১শে মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দিল্লীতে

Pic source: Lowell sun 

করোনা আতঙ্কে জর্জরিত বিশ্ব। সারা বিশ্বের করোনা আক্রান্তের সংখ‍্যা দিন দিন হু হু করে বাড়ছে। এদিকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) করোনাকে ‘বিশ্ব মহামারী’ তকমা দিয়েছে। 

দিল্লীতে স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানা গেছে। দিল্লীর স্কুলগুলোতে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে পরীক্ষা। স্কুল, কলেজের সাথে সাথে ভিড় এড়াতে সিনৈমা হল গুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইতিমধ‍্যে, ভারতের মধ‍্যে প্রবেশ করেছে করোনা। দিন যতই গড়াচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ‍্যা। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ ভ্রমনের নিষেধাজ্ঞা জারি করা জরুরী। অন‍্যদিকে, ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা প্রদানে স্থগিতাদেশ জারি করেছে কেন্দ্র।

Ad Code