SER-20, নিগমনগর : করোনার প্রকোপ কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ডাক দিয়েছেন। এদিকে তার আগে মুখ্যমন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যে লক ডাউন ঘোষণা করেছে।
জরুরি প্রয়োজন ছাড়া ঘরবন্দী থাকতে বলেছেন সবাইকে। এর মধ্যে উচ্চবিত্ত বা কিছুটা মধ্যবিত্তের দৈনিক খাবারের সংস্থান হলেও সাধারণ গরীব মানুষদের বিশেষত যারা দৈনিক আয়ে পরিবারের মুখে খাবার তুলে দেয় তাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। তাঁদের কথা ভেবেই নিগমনগর নিগমসুধা সরণীর কয়েকজন যুবক এগিয়ে এলেন সাহায্যের জন্য।
আজ স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্রী সন্তোষ বর্মনের উপস্থিতিতে নিগমসুধা সরণীর সুকুমার সাহা, সুমন সাহা, ছোটন মোদক, সুবল আদিত্যরা স্থানীয় অঙ্গনওয়ারী কেন্দ্রে রান্না করে দূরাচাপরি গ্রামের কিছু গরীব পরিবারের হাতে খাবার তুলে দেন।
শ্রী সন্তোষ বর্মন বলেন, "যাঁরা দৈনিক আয়ে খাবারের জোগাড় করেন তাঁদেরকেই এই লকডাউনে বেশি সমস্যায় পড়তে হয়েছে। তাই আমরা সাধ্যমত কয়েকদিন এই পরিবারগুলোর হাতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করব।"
শ্রী সন্তোষ বর্মন বলেন, "যাঁরা দৈনিক আয়ে খাবারের জোগাড় করেন তাঁদেরকেই এই লকডাউনে বেশি সমস্যায় পড়তে হয়েছে। তাই আমরা সাধ্যমত কয়েকদিন এই পরিবারগুলোর হাতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করব।"
Social Plugin