আজ যদি রাতের আকাশে তাকান দেখতে পাবেন পশ্চিম আকাশে পাশাপাশি জ্বলজ্বল করছে চাঁদ ও শুকতারা অথাৎ শুক্র গ্রহ l
এটি ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত পশ্চিম আকাশে দেখা যাবে সমস্ত ভারত থেকে l যা আজকের আকাশের শোভা বাড়িয়ে দিয়েছে l
গত বছর মার্চের শেষ শনিবার সারা বিশ্বের অনেক দেশ থেকেই এই দৃশ্য দেখা হয়েছিল, যাকে মহাকাশ বিজ্ঞানীরা আর্থ আওয়ার্স বলে থাকেন l
সেই আর্থ আওয়ার্স আজ ২৮ শে ফেব্রুয়ারীতে চলছে l কিন্তু আজ সারা বিশ্বের করোনা মহামারির জন্যে 2020 এর আর্থ আওয়াসের দৃশ্য WWF ৮:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত ডিজিটালি দেখার ব্যবস্থা করেছে l
এই চরম মুহূর্তে WWF ভারতবাসীর কাছে আবেদন করেছে তারা যেন ঘরে থেকেই সোশ্যাল মিডিয়ায় @wwfindia লিখে সবার মধ্যে শেয়ার করে l
Social Plugin