করোনা রুখতে মোদি-দাওয়াই -নমস্কার করতে শিখুন
গোটা বিশ্বের সাথে সাথে ভারতেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। সংক্রমণের সংখ্যা ইতিমধ্যেই ৩১ ছুঁয়েছে। সরকার সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে এর মোকাবিলা করার জন্য। ভিড় এড়িয়ে চলা বা করমর্দন করা অথবা অন্যের ব্যবহৃত জিনিস সচরাচর ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে গাইডলাইনে। এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাতলে দিলেন দেশীয় পদ্ধতিতে করোনা সংক্ৰমণ আটকানোর উপায়।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভিন্ন গুজবে কান না দেওয়ার অনুরোধ করে কোনোরকম সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে ও বলেছেন এই ভাইরাসের সংক্ৰমণ এড়াতে শুভেচ্ছা বিনিময়ের সময় করমর্দন না করে দেশীয় পদ্ধতি মেনে হাত জোর করে নমস্কার করুন।
Social Plugin