দেশজুড়ে করোনা আতঙ্কে জেরবার। দিন যতই গড়াচ্ছে করোনা সংক্রমণ ধীরে ধীরে ততই বাড়ছে। এদিকে, করোনা সংক্রমণ রুখতে ২১দিনের লক ডাউন চলছে সারা দেশজুড়ে। আজ সকাল ১১টায় 'মন কি বাত'- এ করোনা সংক্রমণ ও লক ডাউন নিয়ে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এদিন 'মন কি বাত'-এ তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই পরিস্থিতিতে লকডাউন মেনে চলার প্রয়োজনীয়তার কথা সকলকে মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘লোকেরা হয়তো ভাবছেন আমি কেমন ধরনের প্রধানমন্ত্রী... কিন্তু লকডাউন আমাদের সামনে থাকা একমাত্র সমাধান। অনেকেই লকডাউন লঙ্ঘন করছেন। এটা দুঃখজনক। সারা বিশ্বেই এমন ভুল করে চলেছেন বহু মানুষ।''

তিনি আরও বলেন, ‘‘যাঁরা লকডাউন লঙ্ঘন করছেন তাঁরা নিজেদের জীবন নিয়ে খেলছেন।''

পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি জাতির কাছে ক্ষমা চাইছি কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এর ফলে সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে হয়েছে। কিন্তু আমাকে এই সিদ্ধান্ত নিতেই হত আপনাদের রক্ষা করার জন্য।''

পাশাপাশি রেডিও ভাষণ ‘মন কি বাত'-এ প্রধানমন্ত্রী বলেন, ‘‘যাঁরা কোয়ারান্টাইনে রয়েছেন, তাঁদের মধ্যে বৈষম্য রাখা উচিত নয়। ওঁরা সাবধানতা অবলম্বন করছেন।''

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘সামাজিক দূরত্বের অর্থ এই নয় যে সামাজি যোগাযোগ শেষ করে দেওয়া। এটাই সময় আপনার সম্পর্কগুলিকে নতুন জীবনদান করা। সামাজিক দূরত্ব বাড়ান, কিন্তু মানসিক তথা মানবিক দূরত্ব কমান।''

গত রবিবার ছিল 'জনতা কার্ফু'। এরপর প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ২১দিনের লক ডাউন ঘোষণা করে সকলকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন। 

তিনি এদিন বলেন, ‘‘আমি আপনাদের বাইরে যেতে নিষেধ করেছি। এটা অন্তর্দর্শনের সময়।''

প্রধানমন্ত্রী আরও জানান, ‘‘প্রতিটি ভারতীয়ই এখন লকড হয়ে রয়েছেন। কিন্তু কোভিড-১৯-এর বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠব এর ফলে। এই লড়াই অভূতপূর্ব ও চ্যালেঞ্জিং। এই লড়াইয়ে ভারতীয়রা যা পদক্ষেপ করবেন, তাঁদের ধৈর্য আমাদের সাহায্য করবে। দরিদ্রদের প্রয়োজনীয়তা সম্পর্কে ও আমাদের স্পর্শকাতর হতে হবে। ভারত এটা করতে পারে।''

‘মন‌ কি বাত'-এর রবিবারের এপিসোডে তৃতীয়বার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী। লকডাউনের এই সময়ে যারা অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন দেশের তরফে তাঁদের সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।