ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণের প্রকোপ। এরকম পরিস্থিতি সামাল দিতে তৎপর কেন্দ্রসরকার। করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে লকডাউন। ৩২ টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 560 টি জেলা জুড়ে পুরো রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। 

যেসব রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলি লকডাউনের আওতায় - 

১। চণ্ডীগড় 

২। দিল্লী 

৩। গোয়া 

৪। জম্মু ও কাশ্মীর 

৫। নাগাল্যান্ড 

৬। রাজস্থান 

৭। উত্তরাখণ্ড 

৮। পশ্চিমবঙ্গ 

৯। লাদাখ 

১০। ঝাড়খণ্ড 

১১। অরুণাচল প্রদেশ 

১২। বিহার 

১৩। ত্রিপুরা 

১৪। তেলেঙ্গনা 

১৫। ছত্রিশগড় 

১৬। পাঞ্জাব 

১৭। হিমাচল প্রদেশ 

১৮। মহারাষ্ট্র 

১৯। অন্ধ্রপ্রদেশ 

২০। মেঘালয় 

২১। মণিপুর 

২২। তামিলনাডু 

২৩। কেরালা 

২৪। হরিয়ানা 

২৫। দমন দিউ, দাদরা ও নগর হাবেলি 

২৬। পন্ডিচেরি 

২৭। আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ 

২৮। গুজরাট 

২৯। কর্ণাটক 

৩০। আসাম 

৩১। মিজোরাম 

৩২। সিকিম