করোনা সংক্রমণ মোকাবিলায় তৎপর রাজ্য থেকে কেন্দ্র। আগেই করোনা সংক্রমণ রুখতে নানাবিধ নির্দেশিকা জারি করেছে সরকার। গতকাল থেকে রাজ্যের সমস্ত পুরসভা এলাকা লক ডাউন করার পর আজ বিকাল ৫টা থেকে ৩১শে মার্চ পর্যন্ত সাড়া রাজ্য লক ডাউন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সাথে সাথে সাধারন মানুষকে করোনা মোকাবিলায় সরকারের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কমপ্লিট সেফটি রেগুলেশন" বিধি মেনেই ৩১শে মার্চ পর্যন্ত লক ডাউন করা হল। কয়েকটি জেলা ও পুরসভা ছিল আগে। আজ সন্ধিক্ষণে বাংলা সকলে যাতে ভালো থাকে, তাই এই সিদ্ধান্ত। কেউ।" কাউকে ভয় না পেতেও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। '' দুর্যোগে যাতে ভালভাবে থাকা যায়, তাই এটা মানতে হবে।'' জানালেন মুখ্যমন্ত্রী।
জনগণের উদ্দেশ্যে মুখ্য়মন্ত্রীর বার্তা, এমন কোনও কিছু করবেন না, যাতে করোনা ছড়ায়। বলেন, বাজারে অনেকে যাচ্ছেন একসঙ্গে। বাজার, ওষুধের দোকান খুলে রাখা হয়েছে। গাদাগাদি করে জিনিস কিনছেন অনেকেই। এতে করোনা ছড়াবে। যারা বাজারে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, একটু দুরে দুরে দাঁড়ান। যাতে আপনার স্পর্শ, নিশ্বাস-- আরেকজনকে স্পর্শ না করে। ব্যাঙ্কের লাইনে যারা দাঁড়াবেন তাদের জন্যও এক কথা বলছি। একজনের হলে চারজনের দেহে সংক্রমিত হচ্ছে। ১৪দিন ঘরে থাকুন, নিরাপদে থাকুন। বিদেশ থেকে যাঁরা এসেছেন, কোয়ারেন্টিনে থাকুন।’
রাস্তায় সংবাদপত্রের কাগজ ফেলে বিক্রি না করে গাড়িতে করে কাগজ নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। সর্বদলীয় বৈঠকের চিঠি পাঠিয়েছি। বলেছি FRBM ৩-এর বদলে ৫ শতাংশ করতে। আমাদের কাছে টাকা কম। পরিকাঠামো বাড়াতে হচ্ছে। করোনার জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে সেখানে কেউ টাকা, জিনিসপত্র দিয়ে সাহায্য করতে চাইলে করতে পারবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ভিড় করে রাস্তায় ক্রিকেট খেলবেন না। কী ভয়ঙ্কর রোগ আপনারা এখনও বুঝতে পারছেন না। স্বামীর প্রথমে হল, তারপর স্ত্রীর হল, পরিচারিকার হল।
ভিনরাজ্য থেকে আসা মানুষদের উদ্দ্যেশে বলেন, ঘরে থাকুন। খাওয়া দাওয়া করুন। শান্তিতে থাকুন। পরিবারের সঙ্গেও চেষ্টা করবেন নিশ্বাসে নিশ্বাস না মেলাবার।
কার্যত, সারা রাজ্যে আজ বিকাল ৫টা থেকেই লক ডাউন। বিশেষ প্রয়োজনীয় পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ। গ্রাম থেকে শহর সর্বত্র বলবত করা হয়েছে। যা আগামি ৩১শে মার্চ পর্যন্ত থাকবে।
Social Plugin