প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীকে করোনার প্রকোপ থেকে দূরের রাখতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ডাক দিয়েছেন। বাস, ট্রেনের সাথে সাথে বন্ধ সব দোকানপাট। এই অবস্থায়  দেশের করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ভারতীয় রেলকে কাজে লাগিয়ে তৈরী করা হল আইসোলেশন কামরা।

শনিবারই ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছিল বর্তমান জরুরি অবস্থায় রেলের কামরাগুলোকে কাজে লাগিয়ে ভারতের স্বাস্থ্যব্যবস্থাকে আরো উন্নত করার চিন্তাভাবনা আছে। এর পরই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় মাত্র দু'দিনের মধ্যেই প্রায় ৩০টি আইসোলেশন কামরার ব্যবস্থা করে ফেলল রেল কর্তৃপক্ষ। উদ্দেশ্যে, করোনা মোকাবিলায় ভারতের প্রতিটি কোণায়, প্রত্যন্ত গ্রামে গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। প্রধানত নন এসি কোচগুলিকেই এই কাজে ব্যবহার করা হয়েছে।

    ভারতের যেসমস্ত অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেখানেই প্রধানত রাখা হয়েছে এই স্পেশাল কোচগুলি। এই কোচগুলিতে আক্রান্তদের জন্য থাকবে প্ৰয়োজনীয় ওষুধপত্র এবং খাবারের ব্যবস্থা।

প্রতিটি কোচের নির্দিষ্ট বাথরুমটিও আক্রান্তদের ব্যবহারের জন্য রাখা হয়েছে। এই কোচগুলিতে ডাক্তার ও নার্সদের জন্যও থাকছে পৃথক কামরা। চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়েই এই কোচগুলির মূল্যায়ন করা হচ্ছে যাতে জরুরিকালীন পরিস্থিতির সম্মুখীন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।