![]() |
Pic source: sports monk |
করোনা আক্রান্তে জর্জরিত বিশ্ব। ভারতের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আর এর জেরেই আইপিএল বন্ধের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে মাদ্রাজ হাইকোর্টে। আইপিএল-২০২০ চলবে ২৯শে মার্চ থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে, ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়লেও বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে বন্ধ হচ্ছে না আইপিএল।
জানা গেছে, জি অ্যালেক্স বেনজিগার নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি কৃষ্ণন রামাস্বামীর বেঞ্চে শুনানি হবে।
আইনজীবী জি অ্যালেক্স বেনজিগার আর্জিতে বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত করোনা ভাইরাসের কোনও ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এটি মহামারীর আকার ধারণ করেছে। সেই কারণে কেন্দ্রীয় সরকারকে আইপিএল বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত আদালতের।’
Social Plugin