বৃহস্পতিবার ইয়েস ব্যাংক থেকে ৫০ হাজার টাকার বেশি তোলার উপরে নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সাথে সাথে, ব্যাংকের পরিচালন সংস্থাকেও আগামী ৩০ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের মাথায় হাত। সঙ্কটে পড়েন ইয়েস ব্যাংকের অসংখ্য গ্রাহক। এটিএম এর সামনে শুরু হয় দীর্ঘ লাইন। যদিও, টাকা তুলতে পারেননি কেউ। অবশেষে, এক টুইটে গ্রাহকদের খানিকটা স্বস্তি দিয়ে ব্যাংকের তরফ থেকে জানানো হয়, ইয়েস ব্যাঙ্কের নিজস্ব এটিএম ও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে এবার টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
Inward IMPS/NEFT services have now been enabled. You can make payments towards YES BANK Credit Card dues and loan obligations from other bank accounts. Thank you for your co-operation.@RBI @FinMinIndia— YES BANK (@YESBANK) March 10, 2020
গ্রাহকরা আইএমপিএস (IMPS), এনইএফটির (NEFT) মাধ্যমে অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ক্রেডিট কার্ডের (credit card) পাওনা এবং লোনের টাকা মেটাতে পারবেন।
YES Bank customers can pay credit card dues, clear loan obligations from other bank accounts #Finance https://t.co/sEq2JedxPD— ET Finance (@ETFinance) March 10, 2020
মঙ্গলবার সকালে টুইটারে ইয়েস ব্যাংক টুইট করেছে, গ্রাহকরা এখন তাঁদের অর্থ স্থানান্তর পরিষেবার মাধ্যমেও প্রয়োজনীয় অর্থ লেনদেন করতে পারবেন। "অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঋণ"-ও নিতে পারবেন গ্রাহক।
Social Plugin