করোনা ভাইরাসের সংক্রমণের জন্য অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য পিছিয়ে দেওয়া হল ২০২০ টোকিও অলিম্পিক। সোমবার  জাপানের অলিম্পিক সংস্থার সাথে আলোচনার পর নতুন দিনতারিখ ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। এবছরের মতোই একইরকম সূচী অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ২৩ শে জুলাই শুরু হয়ে এই টুর্নামেন্ট শেষ হবে ৮ আগস্ট।

     এবছর ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। কিন্তু সারা বিশ্বের সাথে সাথে জাপানেও করোনা ভাইরাসের লক্ষণীয় প্রভাবে তা স্থগিত রাখা হয়। যেহেতু অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সারা বিশ্বের মানুষের সমাগম হয় তাই সেখানে সংক্রমণের আশঙ্কাও ছিল বেশী। এই উদ্দেশ্যেই টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।