লকডাউনে ঘরবন্দী গোটা দেশের মানুষ। দোকানপাট বন্ধ থাকায় মধ্যবিত্তের হেঁশেলে টান পড়েছে। কিন্তু যারা দৈনিক রোজগারে দুবেলা পেটের ভাত জোগাড় করে তাঁদের অবস্থা রীতিমত শোচনীয়। লকডাউন জারি হওয়ায় জুটছে না কোনো কাজ। ফলে খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছন তাঁরা। এই সব অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এলো গোবড়াছড়া নয়ারহাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

   'নয়ারহাট ইউথ সার্ভিস' এর পক্ষ থেকে বাপ্পি রহমান, মিরাজ হোসেন, ইউসুফ সালাম রব্বানী, লিমন আহমেদ, আরমান আলী পিন্টু হক রা সম্পুর্ন নিজেদের উদ্দ্যোগে এগিয়ে আসেন এই দুঃস্থদের অন্ন সংস্থানে। নিরাপদ দূরত্ব বজায় রেখে নয়ারহাটের কিছু গরীব পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, আলু, সয়াবিন ও সাবান। 

    স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, "এই সঙ্কটের সময় যাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুবেলা খাবারের যোগাড় করতে সমস্যায় পড়েছেন তাদের সাহায্যার্থেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। নিজেদের সাধ্যমত চেষ্টা করবো এই সমস্ত মানুষদের পাশে থাকার।"