Pic source: wikipedia

পুরভোট নিয়ে কমিশনের বৈঠকের আগেই সুষ্ঠু ভোটের আবেদন জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড় সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনের আবেদন রেখেছেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে। সুষ্টভাবে ভোট সম্পন্ন করা গণতান্ত্রিক অধিকার এও জানিয়ে দেন তিনি। ব‍্যর্থতার দায় কমিশনের তাও মনে করান। 

রাজ‍্যে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ন ভাবে পুরভোট সম্পন্ন করতে এর আগেই চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে। এমনকি, রাজ‍্য পুলিশ ছাড়াও কেন্দ্রীয় প্রশাসনের জন‍্য আবেদন জানালে তার বন্দোবস্ত করে দেবার কথাও জানান তিনি।