করোনা আতঙ্কে জর্জরিত রাজ্য। রাজ্য সরকারের তরফ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা বাদে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ারা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় এদিন। তাঁরা দাবি করেন, রাজ্য সরকারের তরফে ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৭ এপ্রিল থেকে পুরনো সিলেবাসে তৃতীয় বর্ষের পরীক্ষা নেবে।
যদিও পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি জারি করে, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষা স্থগিত রাখার কথা জানানো হয়েছে।
এদিন প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়, আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স ও আনন্দচন্দ্র কলেজ (বিজ্ঞান ও কলা) ছাত্রছাত্রীরা জড়ো হয়ে কলেজ গেটেই বিক্ষোভ দেখানো শুরু করে। জলপাইগুড়ি জেলা শাসকের নিকট স্মারকলিপি দেওয়ার কথাও জানান তাঁরা।
Social Plugin