বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশিকা মেনে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরি করে সাধারন মানুষ সহ জরুরী পরিসেবার সাথে যুক্ত মানুষদের কছে সহযোগিতার হাত বাড়াল দিনহাটার SFI - DYFI।

আজ দিনহাটা হাসপাতাল সংলগ্ন এলাকা, পথচলতি টোট চালক ও Dinhata Fire Brigade station এর স্টাফদের মধ্য Hand made sanitizer বিতরণ করা হয়।

সকল কমরেড ও কর্মী সর্মথকদের ও সাধারণ মানুষের কাছে আবেদন জাননো হয়ে জমায়েত না করে ২/৩ ছোট গ্রুপ করে মানুষে পাশে সাহায্যে হাত বাড়িয়ে দিন- নিজে সুস্থ থাকুন ও অন্যকেও সুস্থ রাখুন....