SER-10,ময়নাগুড়ি, ২৩শে মার্চ: চিন থেকে ছড়ানো এই করোনা ভাইরাসের ফলে গোটা দেশে ক্রমশ মৃত্যুর হার বেড়েই চলেছে। ভারতের এই মৃত্যুকে ঠেকাতে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জনতার কারফিউ পালন করার কথা বলেছেন গোটা দেশবাসীকে এবং গতকাল ২২শে মার্চ রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রধান মন্ত্রীর নির্দেশে জনতার কারফিউ পালন করেছে গোটা দেশবাসী।
আজ সোমবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়িতে চিন থেকে ছড়ানো করোনা নামক মারন রোগের সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে এলো আরএসএস ছাত্র সংগঠন (এবিভিপি)। ময়নাগুড়ি ট্রফিক মোড়, সিনেমা হল, দূর্গা বাড়ি,ময়নাগুড়ি নতুন বাজার সহ গোটা ময়নাগুড়ি শহর জুড়ে ফ্লেক্স লাগানো হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন,ছাত্রনেতা অমিত বসাক,ময়নাগুড়ি নগর সহ-সম্পাদক অলক রায় সহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকল সদস্য।
ময়নাগুড়ি নগর সহ-সম্পাদক অলক রায় বলেন, ময়নাগুড়ি শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গোটা শহর জুড়ে ফ্লেক্স লাগানো হয়।
ছাত্রনেতা অমিত বসাক বলেন, শহর জুড়ে ফ্লেক্স লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হয়।
করণীয় :- (১) ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পালন করুন।
(২) প্রতিদিন সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করুন।
(৩) হাত বেশিরভাগ প্রবাহমান জলে ধোঁয়ার চেষ্টা করুন।
(৪) হাত ধোঁয়ার পর টিস্যু ডাস্টবিনে ফেলার চেষ্টা করুন।
(৫) স্বাস্থ্যের বেশি অবনতি অনুভব করলে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
অকরণীয়:
(১) নোংরা হাতে চোখ,মুখ ও নাক ছোবেন না।
(২) জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তিদের কাছে যাবেন না।
(৩) সর্ব সন্মুখে থুথু ফেলবেন না।
(৪) কাঁচা মাংস খাওয়া থেকে বিরত থাকুন।
(৫) পোষ্যদের থেকে দূরে থাকুন।
Social Plugin