SER 21 দিনহাটা:-সারা বিশ্ব এখন করোনা আতঙ্কে আতঙ্কিত। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের উৎসব বাতিল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা মেনেই ২১শে মার্চ আন্তর্জাতিক কবিতা দিবসের দিনে দুর্নিবার ই ম্যাগাজিন আয়োজিত 'দিনহাটা কবিতা উৎসব' বাতিল করল দুর্নিবার সাহিত্য গোষ্ঠী। দুর্নিবারের প্রকাশক শুভ্রালোক দাস জানান- করোনার জন্য প্রশাসনকে সাহায্য করতে আমরা বদ্ধ পরিকর সেইমত প্রশাসনের সিদ্ধান্ত ও জনসচেতনতার কথা ভেবেই আমরা দিনহাটা কবিতা উৎসব স্থগিত রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে উৎসবের দিন পরবর্তীতে জানানো হবে। সম্পাদক সাগর বর্মন আরো জানান, করোনার জেরে বিশ্বজুড়ে যে ভয়াবহতার সৃষ্টি হয়েছে সেটা মাথায় রেখেই আমরা গ্রুপের সকল সদস্যদের নিয়ে জরুরী বৈঠকের মাধ্যমে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। 

অনুষ্ঠান বাতিল হলেও প্রতি মাসের মত এই মাসেও অনলাইনে ম্যাগাজিনের মাসিক সংখ্যা টি প্রকাশিত হবে বলে দুর্নিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

দুর্নিবার সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে দুনিয়ার কঠিন সময়ে নিজেকে সুরক্ষিত ও অন্যকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।