বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বক্সা, জলদাপাড়া, গরুমারা, চাপড়ামারী, বৈকুণ্ঠপুর বনাঞ্চল সহ কালিম্পং ও কার্সিয়াং বনবিভাগে একসঙ্গে তৃণভোজী প্রাণীশুমারি করতে চলেছে বনদপ্তর। 

সেই কারণেই ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত টানা তিনদিন বন্ধ থাকবে উত্তরবঙ্গের সব জঙ্গল। বনকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই শুমারীর কাজে সহায়তা করবে বলে জানা গেছে। এই এই তিনদিন পর্যটকদের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছে বন দপ্তর।

এদিকে হোলির পর ফের তিনদিন পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ থাকায় ব্যবসায় আর্থিক ক্ষতি হবে বলে দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

তাঁদের যুক্তি রবিবার সহ টানা হোলির ছুটি পড়ায় অনেক পর্যটকই উত্তরবঙ্গে বেড়াতে এসেছেন, তাই বন দপ্তর চাইলেই এই শুমারীর কাজ নয় সময় করতে পারতো। 

অন্যদিকে বনদপ্তরের দাবী, শুমারীর কাজে সমস্ত বনকর্মীদের কাজে লাগানো হয়েছে। তাই পর্যটকদের জন্য নজরদারী করার কেউ না থাকায় আপাতত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।