![]() |
pic source: trak.in |
জানা গেছে, তেলেঙ্গানা সরকার তার কার্যনির্বাহী, রাজনৈতিক প্রতিনিধি, সরকারের অধীনস্থ সংস্থাগুলোর কর্মচারী, সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান গুলোর কর্মচারী, সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশনের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
গত রবিবারই এক বিশেষ বৈঠক করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ওই বৈঠকের পরেই সরকারি তরফে ঘোষণা করা হয় যে, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ ও বিধায়কদের বেতন ৭৫ শতাংশ কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের বিভিন্ন পুরসভার আধিকারিকদের বেতনও কমানোর কথা বলা হয়েছে।
আইএএস, আইপিএস, আইএফএস এবং অন্যান্য কেন্দ্রীয় আধিকারিকদের ক্ষেত্রেও ৬০ শতাংশ বেতন কমানো হবে, অন্য শ্রেণির কর্মীদের ক্ষেত্রে ৫০ শতাংশ বেতন কমানো হবে বলে জানা গেছে।
পাশাপাশি, চুক্তিভিত্তিক কর্মী ও অবসরকালীন ভাতা প্রাপকদেরও টাকা কমানোর কথা জানানো হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে কেন্দ্রের তরফে। এই কমিটি দেশের আর্থিক পরিস্থিতির মূল্যায়ন করবে এবং আগামীতে এগিয়ে যাওয়ার জন্যে পরামর্শ দেবে বলে আশা করা হচ্ছে।
Social Plugin