করোনা সংক্রমণে জেরবার দেশ। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ২১ দিনে লক ডাউন চলছে দেশে। আর এর জেরেই দুঃস্থ অসহায় মানুষদের দু-বেলা দুমুঠো খাওয়া সঙ্কটে। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে চলছে। RMT Film প্রোডাকশন,শীতল গড় সাহিত্য পত্রিকার,আল্পনার কবিতাও এগিয়ে এসেছে সমাজের দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোঁটাতে। 

RMT Film প্রোডাকশন,শীতল গড় সাহিত্য পত্রিকার,আল্পনার কবিতার যৌথ উদ্যোগে আজ মাথাভাঙ্গায় গরিব ও অসহায় মানুষদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় ১০০ জন দুঃস্থ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এদিন। প্রতিটি পরিবারকে ২ কেজি করে চাল,২কেজি আলু,২০০গ্রাম ডাল,একটি করে সাবান দেওয়া হয়। 

এদিনের এই কর্মযজ্ঞে সামিল ছিলেন আর. এম.টি ফিল্ম এর সভাপতি দিলীপ বর্মন, শীতলগড় সাহিত্য পত্রিকার পক্ষ থেকে রোপ আক্তার আহমেদ,আল্পনার কবিতার পক্ষ থেকে বিকাশ দাস(বিল্টু)। এছাড়াও এই কর্মে কাঁধে কাঁধ মিলিয়েছেন কবি বিপ্লব সরকার,দুলাল সূত্রধর, বিশ্বজিৎ চাকলাদার সহ অনেকেই। 

সচেতনতার সাথে গরিব মানুষ দের পাশে এভাবে দাঁড়াতে পেরে খুশি সবাই। লক ডাউনের পরিপ্রেক্ষিতে ঘরবন্দী থাকায় পঞ্চানন পাড়া,ঘোষ পাড়া সহ শনিমন্দির এলাকার কর্মহীন শ্রমিক এবং অসহায় দুঃস্থ পরিবারও খুব খুশি এই সামগ্রী পেয়ে। 

আল্পনার কবিতা থেকে কবি বিল্টু দাস জানান, "দুঃস্থ মানুষদের পাশে দাড়াতে পেয়ে খুব ভালো লাগছে।"