Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সচেতনতা প্রচারে অমরকানন গ্রামীণ হসপিটাল



SER-23,বাঁকুড়া, ২৬মার্চ :

চীন থেকে জন্ম নেওয়া একটা ভাইরাস ত্রাসের সঞ্চার করেছে বিশ্বজুড়ে । যা করোনা ভাইরাস বা COVID-19 নামে পরিচিত । যার তীব্র সংক্রমণে ইতালি প্রায় মৃত্যুপুরীর আকার ধারণ করেছে । সংক্রমণের গ্রাস থেকে রেহাই মেলেনি ভারতবর্ষ সহ প্রতিবেশী দেশগুলি । বঙ্গের কোলকাতাতেও থাবা বসিয়েছে এই মারণ করোনা ভাইরাস । এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে তৎপর । 

তাই আজ সকাল থেকেই হসপিটালের রোগীসহ সাধরণ মানুষের জন্য জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে মাইক লাগিয়ে প্রচার চালাল, গঙ্গাজলঘাঁটির অমরকানন গ্রামীণ হসপিটাল । 

করোনা ভাইরাসের প্রভাব এড়াতে অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া; হাঁচি, কাশি বা সর্দি হলে মাস্ক ব্যবহার করা ; জ্বর, কাশি, গলা ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ; ভীড় এড়িয়ে চলা এবং বাড়ীর থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয় । 

পাশাপাশি এদিন দেশের বিভিন্ন প্রান্তথেকে গ্রামে ফেরা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা চলছিল হসপিটালে, তাই সাধারণ রোগীদের হসপিটালে ভীড় না জমানোর জন্য বার বার মাইকিং করা হয় অমরকানন গ্রামীণ হসপিটাল তরফে ।

Ad Code