Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্দিনে অসহায় মানুষদের পাশে 'CIRCLE' সংস্থা

CIRCLE এর CEO খাদ্য দ্রব্য প্রদান করছেন
সীমান্তবর্তী এলাকা দিনহাটার রংপুর রোডে ওকড়াবাড়ী এলাকার সংস্থা "সার্কেল" -এর উদ‍্যোগে এদিন অসহায় পরিবারকে খাদ‍্য দ্রব‍্য প্রদান করা হয়। করোনা সংক্রমনের জেরে একুশ দিন লক ডাউন দেশে। এই পরিস্থিতিতে দুঃস্থ মানুষেরা কাজ বন্ধের জেরে পড়েছে বিপাকে। তাঁদের পাশে দাড়াল "সার্কেল" সংস্থা। শিক্ষা, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলার সাথে সাথে বিগতদিনেও নানা রকম ভাবে সামাজিক সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছে "সার্কেল"। মানুষের অভাব-অনাটনের এদিনেও সবকিছুকে ছাপিয়ে থেমে নেই সার্কেল। এদিন খাদ‍্য দ্রব‍্য বন্টনের সাথে সাথে এলাকার মানুষদের সচেতন করতেও পিছিয়ে ছিল না সার্কেল।

প্রথমে হ‍্যান্ড স‍্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তাদের সচেতন বার্তা দিয়ে হাতে তুলে দেয় খাদ‍্য দ্রব‍্য। এদিন প্রতিটি পরিবারকে চাল, আলু ও সাবান দেওয়া হয়। সাথে সাথে সরকারী নিয়মাবলী ও লক ডাউন পালন করার আহ্বান জানান তাঁরা।

এদিন সার্কেল সংস্থার CEO আরিফ হোসেন মহাশয়, সভাপতি আব্দুল রফিক, সদস‍্য দীপক বর্মন, লিটন দাস ও ফিরোজ রহমান সহ বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

"সার্কেল" এর প্রতিষ্ঠাতা ও CEO আরিফ হোসেন জানান, "করোনা পরিস্থিতিতে লক ডাউন বেশ জরুরী। এর জেরেই সমাজের একটা অংশ বেশ সঙ্কটে। দিন- দরিদ্র মানুষদের এরকম জরুরী পরিস্থিতিতে দুবেলা খাবার জোগানোর পরিস্থিতি নেই। সমাজের এই দুঃস্থ মানুষদের পাশে দাড়াতে পারলে আমরা খুশি। সার্কেল- এর একটা ক্ষুদ্র প্রচেষ্টা। " নিজস্ব ফান্ড থেকেই এই কর্মসূচী চলছে বলে জানায় সংস্থা। 

সাথে সাথে তিনি আরও বলেন, "আসুন, সবাই সবাইকে নিয়ে বাঁচি। সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, সকলের স্বার্থে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেই, মুখ্যমন্ত্রীর পদক্ষেপে সাড়া দেই, লক ডাউন পালন করি। লক ডাউনই পারে এই মারন ভাইরাস সংক্রমণের চেন ভাঙতে।" 

প্রসঙ্গত, সার্কেল সংস্থা ২০১৮ সালে আরিফ হোসেন মহাশয়ের হাত ধরেই পথ চলা শুরু করে। শিক্ষার স্বার্থে YPTRC (YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE) মেধা পরীক্ষা অন্যতম সংযোজন। সাথে দুঃস্থ ছাত্র- ছাত্রীদের বই বিতরণ করে থাকে। এছাড়াও, অঙ্কন, আবৃত্তি, নৃত্য, অনলাইন কুই্যজ ইত্যাদির মাধ্যমে কোচবিহার জেলায় বেশ সাড়া ফেলেছে এই সংস্থা।   


Ad Code