দিনহাটা মহকুমার সিতাইয়ের চামটা এলাকার কিছু যুবক করোনা সংক্রমণের জেরে লক ডাউন পরিস্থিতিতে সাধারন মানুষের পাশে দাড়াতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিল। করোনা সংক্রমণ রুখতে সারা দেশে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। এই লক ডাউন পরিস্থিতিতে সাধারন মানুষ গৃহবন্দি। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়ির বাইরে আসার ব্যবস্থা রয়েছে।
চামটা এলাকার কয়েকজন যুবক মিলে চামটা হেল্প সেন্টার নামে এই জরুরী পরিষেবা কেন্দ্র গড়ে তুলেছে। ফোন করলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে তাঁদের টিম যেকেউ। গালামাল, সবজি, মোবাইল রিচার্জ, ডিটিএইস রিচার্জ, গ্যাস, ঔষধ সহ ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্য বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তাঁরা। পাশাপাশি, এটিএম পরিষেবাও দিচ্ছে তাঁরা।
মানুষ বাজারে আসলে ভিড় বাড়বে, লক ডাউন পরিস্থিতি বিঘ্নিত হবে তাই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তাঁরা। চামটা হেল্প সেন্টারের সদস্য সোয়েল মজুমদার জানান, "আসন্ন মহামারী বিপর্যয় পরিস্থিতি নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিছু যুবক সহ , চামটা গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন দাস মহাশয়ের সহযোগীতায় তৈরী করি "চামটা হেল্প সেন্টার।" এর মাধ্যমে আমরা মানুষের বাড়িতে গিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় গালামাল, সব্জি, ঔষধি, গ্যাস, জল, আধার কার্ড বা এ.টি. এম. দিয়ে টাকা তুলে দেওয়া হয়। সাধারণ মানুষেরা ঘর থেকে বের না হয়। ঘরে থাকুক সুস্থ্য থাকুক।। অন্য কে সুস্থ্য রাখুক।"
Social Plugin