![]() |
credit:wired |
করোনার উপসর্গ বা আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের ওপর নজরদারী চালানোর জন্য অভিনব উদ্যোগ নিলো কর্ণাটক সরকার।
যাঁরা নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন প্রত্যেক ঘন্টায় তাঁদের খোঁজ নেওয়ায় জন্য রাজ্য সরকারের তরফ থেকে জিপিএস যুক্ত একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন 'কোয়ারেন্টাইন ওয়াচ' চালু করল। এর মাধ্যমে নিজের বাড়িতে থাকা সন্দেহজনকরা প্রতি ঘন্টায় সেলফি তুলে পাঠাবেন নিজেদের অবস্থান জানানোর জন্য।
কর্ণাটকের স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী ডঃ কে সুধাকর বলেছেন, যাঁরা নিজের বাড়িতে বিচ্ছিন্ন হয়ে আছেন তাঁদের গতিবিধির ওপর নজর রাখতেই সরকারের এই উদ্যোগ। যদি কেউ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঘুমের সময় বাদ দিয়ে প্রতি ঘন্টায় সেলফি না পাঠায় তাহলে সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
Andhra Pradesh Govt to use a tool "Covid alerting tracking system" developed by State Disaster Management Authority to track over 25,000 people placed under home quarantine, by tracking the location of their numbers in realtime with help of telecom service providers. #Coronavirus pic.twitter.com/pRklLwcsOQ— ANI (@ANI) March 30, 2020
Social Plugin