সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় এদিন সকাল থেকেই টাকা তোলার জন্য ভিড় জমায় মানুষ। লক ডাউন পরিস্থিতিতে মানুষের খাবার জুটছে সঞ্চিত অর্থ থেকেই। পরিস্থিতি সামাল দিতে ভিড় এড়াতে নিয়ম মাফিক ভাবে গ্রাহকদের ব্যাঙ্কে প্রবেশ করানো হয় ব্যাঙ্কের তরফ থেকে। কিন্তু, ব্যাঙ্কের গেটের সামনে উপচে পড়া ভিড় কমছিল না কোনোমতেই। একে একে মানুষ ভিড় বাড়ছে। একজন গ্রাহককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 'বাড়িতে খাবার নেই। স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে কিছু সহযোগিতা পেলেও কিছু টাকার দরকার। তাই ব্যাঙ্কে এসেছি। সঞ্চিত অর্থ তুলে খরচ করতে হবে।"
প্রায় সকাল ১১টা ২০ নাগাদ দিনহাটা পুলিশের একটি গাড়ি ভিজিটে ঢোকে। প্রশাসনের নজরে আসে ভিড়। পরে, দিনহাটা পুলিশের উদ্যোগে ব্যাঙ্কের সামনে ভিড় কমিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করার ব্যবস্থা করা হয়। পুলিশের এরকম উদ্যোগ সাধুবাদ জানায়িছে এলাকার বিশিষ্টজনেরা। প্রতিটি মানুষ প্রতিটি মানুষ থেকে সামাজিক দূরত্ব অনুযায়ী ১মিটার দূরে দূরে লাইন করে দেয়। এর জেরে এখন শান্তিপূর্ণ ভাবে ও করোনা সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েই মানুষ ব্যাঙ্কের পরিষেবা পাচ্ছে।
Social Plugin