Latest News

6/recent/ticker-posts

Ad Code

দত্তক প্রক্রিয়া সরলীকরণের লক্ষ্যে মতামত ও পরামর্শ চাইল CARA

pic source: publika.md

দত্তক প্রক্রিয়া সরলীকরণের লক্ষ্যে সব পক্ষের মতামত ও পরামর্শ চাইল সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি (সিএআরএ)। 

দত্তক নিতে ইচ্ছুক দম্পতি, বিশেষীকৃত দত্তক সংস্থা, শিশু কল্যাণ কমিটি, স্টেট অ্যাডপশন রিসোর্স সংস্থাগুলি এবং সাধারণ মানুষের কাছ থেকে এই পরামর্শ চাওয়া হয়েছে। 

২০২০’র ৩ এপ্রিলের মধ্যে মতামত বা সুপারিশ জানানো যাবে caradesk.wcd@nic.in-এ।

সিএআরএ হ’ল ভারত সরকারের একটি বিধিবদ্ধ সংস্থা, যারা দেশের মধ্যে দত্তক নিতে সাহায্য করে থাকে এবং আন্তঃদেশীয় দত্তকের ক্ষেত্রে হেগ কনভেনশন অনুযায়ী, আন্তঃদেশীয় দত্তক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। 

জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) আইনের ৬৮ ধারানুযায়ী, দত্তক সংক্রান্ত বিষয়ে সময়ে সময়ে বিধি নির্দিষ্ট করারও ক্ষমতা দেওয়া হয়েছে।

source: pib 

Ad Code