মূলধন সমস্যা এবং বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাংক থেকে ২০২০ এর ৩ এপ্রিল পর্যন্ত ৫০ হাজার টাকার বেশি তোলার উপরে বৃহস্পতিবারই নিষেধাজ্ঞা জারি করে ভারতের শীর্ষ ব্যাংক। এই ঘোষণার পর ইয়েস ব্যাংকের শেয়ার বাজারে ধস নেমে ৮৫% কমে যায় শেয়ার। ইয়েস ব্যাংকের প্রসঙ্গে আরবিআই জানায় যে, মূলধন বাড়ানোর বিষয়ে লাগাতার ব্যর্থতার কারণে ওই ব্যাংকের আর্থিক সামর্থ্য তথা স্থিতিশীলতা হ্রাস পেয়েছে
     
এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন YES BANK এর সমস্ত গ্রাহকদের আশ্বাস দেন সমস্ত আমানতকারীদের অর্থ সুরক্ষিত থাকবে।

আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস কে প্রশ্ন করা হলে তিনি বর্তমান পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছেন ইয়েস ব্যাংকের সঙ্কটে প্রয়োজনে পাশে দাঁড়াবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।