মোটর সাইকেলের বাড় বাড়ন্তে সাধারন মানুষের পথ চলা যেন মুশকিল হয়ে গেছে। সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী বাজারে রংপুর রোড থেকে কাউরাই রোডের মোড়ে একটি দ্রুতগামী মোটর সাইকেল রাস্তার ফুটপাতে দাড়িয়ে থাকা এক ব‍্যক্তিকে সজোড়ে আঘাত করে আজ সন্ধ্যায়।

 রাস্তার ফুটপাতে বাড়ির ফেরার পথে এক ব‍্যক্তির সাথে কথা বলছিলেন ওই ব‍্যক্তি। হঠাৎই দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটর সাইকেল বাঁক নিয়েই ওই ব‍্যক্তিকে আঘাত করে। 

সঙ্গেই সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর পায়ের একটা অংশ পুরোপুরি কেটে গিয়ে প্রচন্ড রক্তপাত হয়। তৎক্ষনাৎ এম্বুলেন্সকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব‍্যক্তির নাম তপন বর্মন (৫০)। এই দুর্ঘটনাকে ঘিরে মুহুর্তেই প্রচুর মানুষের ভিড় জমে ঘটনাস্থলে, উত্তেজনার সৃষ্টি হয়।