বৃহস্পতিবার বেলডাঙ্গা চক্রের পিছিয়ে পড়া অঞ্চল সুজাপুর কুমার পুর, মির্জাপুর ১ ও মির্জাপুর ২ অঞ্চলের বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা, সচেতনতা শিবির ও হাত ধোয়ায় কৌশল শেখানো হয় । 

করোনা ভাইরাস, বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম বন্ধ, জল সংরক্ষণ, বৃক্ষ রোপণ, মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা , পণপ্রথা, শৌচাগারের প্রয়োজনীয়তা, হাত ধোয়ার কৌশল, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার ডাক দেওয়া হয়। উদ্যোগ নেন বিশ্বজিৎ দত্ত প্রধান শিক্ষক আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়, শিব শঙ্কর সাহা প্রধান শিক্ষক বড়খোলা প্রাথমিক বিদ্যালয়, মফিকুল ইসলাম ও তন্ময় সাহা সহ শিক্ষক মির্জাপুর নিম্ন বুনিয়াদ বিদ্যালয় ও বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ।

করোনা ভাইরাস নিয়ে সচেতনতায় লিফলেট দেওয়া হয়েছে শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগে ।এই কর্মসূচীতে শিক্ষক, শিক্ষার্থীদের ও গ্রামের সাধারণ মানুষকে সচেতনতা করা হয়েছে।

মেডিকেল কলেজে কয়েক দিন আগে একটা রোগীর মৃত্যু কে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে সেই আতংক দূর করতে ও বিদ্যালয়ের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার প্রচেষ্টায় সামিল হলেন বেলডাঙা চক্রের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানালেন- তার চোখে ঠান্ডায় ভীষণ কষ্ট পাওয়া সত্ত্বেও গ্রাম বাসীদের সচেতন করতে অন্যান্য শিক্ষকদের নিয়ে এগিয়ে এলাম কারণ 'এই সমস্ত এলাকা অধিকাংশ মানুষ কাজের নিরিখে বাইরে থাকেন। আতঙ্কে আছেন গৃহবধূরা। কি করা উচিত আর কি অনুচিত এই নিয়ে আলোচনা করা হয় গ্রামবাসীদের নিয়ে। যাতে এই ম্যাসেজ ছড়িয়ে পরে গ্রামের অলিগলিতে।বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়, সাথে হাত ধোয়ার কৌশল শেখানো হয়।