Latest News

6/recent/ticker-posts

Ad Code

AIKKMS-এর উদ্যোগে শুরু হলো কিষান মার্চ


মৃগাঙ্ক সরকার: আজ কৃষক, ক্ষেতমজুর ও সাধারণ মানুষের জীবনের জ্বলন্ত সমস্যার সমাধানে আবারও পথে নেমেছে জনগণ । ফসলের ন্যায্য দাম, ঋণ মুকুব , NRC - CAA - NPR প্রতিরোধ সহ বেশ কিছু দাবি নিয়ে কৃষক ও ক্ষেতমজুর সংগঠন AIKKMS-এর উদ্যোগে রাজ্যের চারটি জায়গা থেকে শুরু হলো কিষান মার্চ।


জয়নগর, হাবরা, মেচেদা এবং শিলিগুড়ি থেকে এই  যাত্রা ১লা-২রা মার্চ রাজ্যের দুটি প্রশাসনিক ভবন নবান্ন এবং উত্তর কন্যা একইসঙ্গে রাজ ভবন ঘেরাও করবে। রাজ্যের বিভিন্ন পথ দিয়ে এই কিষান মার্চ হাজার হাজার কৃষক অংশগ্রহণ করবেন বলে সংগঠনের নেতৃত্বরা জানান। ক্ষমতাসীন সরকার দেশের আর্থিক দিকে নজর না দেওয়ার ফলে কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি কৃষকদের দাবি আদায়ের লক্ষেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠকরা।

Ad Code