SER-23, বাঁকুড়া:
জল হল প্রাণীকুলের অস্তিত্ব রক্ষার এক উপাদান ,এক কথায় জলই জীবন। তাই জল সংরক্ষনের জন্য গৃহীত হয়েছে বিভিন্ন সরকারী কর্মসূচী । এ সবের মধ্যেও জল অপচয়ের এক চিত্র ধরা পড়ল বাঁকুড়া - রানীগঞ্জ ৬০নম্বর জাতীয় সড়কের ধারেই ভৈরভপুরে ।
জল হল প্রাণীকুলের অস্তিত্ব রক্ষার এক উপাদান ,এক কথায় জলই জীবন। তাই জল সংরক্ষনের জন্য গৃহীত হয়েছে বিভিন্ন সরকারী কর্মসূচী । এ সবের মধ্যেও জল অপচয়ের এক চিত্র ধরা পড়ল বাঁকুড়া - রানীগঞ্জ ৬০নম্বর জাতীয় সড়কের ধারেই ভৈরভপুরে ।
বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি অঞ্চলে পানীয় জলের সমস্যা দূর করতে ২০০৪-০৫ অর্থবর্ষে সরকারীভাবে তৈরী করা হয় বিশালাকার জলের ট্যাঙ্ক । গাংদুয়া ড্যাম্প থেকে পাম্পের মাধ্যমে জল এসে জমা হয় এই ট্যাঙ্কে। তারপর পরিশুদ্ধ করে জল সরবরাহ করা হয় গঙ্গাজলঘাঁটি ব্লকের পার্শ্ববর্তী গ্রাম গুলিতে । প্রতিদিন নির্দিষ্ট সময় মাফিক জল দেওয়া হলেও প্রয়োজনের অতিরিক্ত জল দীর্ঘদিন ধরে অপচয় হয়ে আসছে গঙ্গাজলঘাঁটি সহ আশেপাশের গ্রামগুলিতে ।
স্থানীয় বাসিন্দারা জানান, তৈরী হওয়ার পর বেশকয়েক বছর কল গুলির অবস্থা ভালো থাকলেও বর্তমানে তা জ্বরাজীর্ণ । অধিকাংশ কলে জল বন্ধ করার কোনো ট্যাপ নেই এর ফলে অনেক জল অপচয় হচ্ছে । সরকারের কাছে আমাদের দাবী , যাতে কলগুলির পুনঃসংস্কার করা হয় ।
Social Plugin