![]() |
pic source: bengali mahanagar 24x7 |
উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জাতীয় সড়কে মোট ১৩৮ জন 'পথ বন্ধু' নিয়োগ করা হয়েছে। এদিন এই 'পথ বন্ধু'-দের ট্রেনিং সম্পন্ন হয়। সাথে সাথে কর্ণজোড়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি করে কিট ব্যাগও প্রদান করা হয়। ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ কর্তাদের পরিচালনায় দুর্ঘটনায় জখমদের ঘটনাস্থলে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করবে 'পথ বন্ধু'। এর সাথে সাথে শনিবার রায়গঞ্জ ব্লক সহ উত্তর দিনাজপুর জেলায় ৩৪ এবং ৩১ নম্বর জাতীয় সড়কে সতর্কতা বোর্ড টাঙিয়ে দেওয়া হয়। জানা গেছে, রবিবার থেকেই তাঁরা কাজ শুরু করবে।
উল্লেখ্য, গতবছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে হাইওয়েতে হঠাৎ কোনও দুর্ঘটনা ঘটলে যাতে সময় নষ্ট না করে দ্রুত প্রাথমিক চিকিৎসাটুকু শুরু করা যায়, তার জন্য একটি বিশেষ অ্যাপ চালু করেছিল রাজ্য সরকার। প্রাথমিক চিকিৎসার জন্য জাতীয় সড়কের ১৫কিমি এর মধ্যে ঘটা কোনো দুর্ঘটনার খবর পেলেই পৌঁছে যাবে 'পথ বন্ধু', প্রাথমিক চিকি্ৎসার পর হাসপাতালে পৌঁছাতেও সাহায্য করবে দুর্ঘটনার কবলে পড়া মানুষদের।
Social Plugin