সারা বিশ্ব এখন করোনা আতঙ্কে আতঙ্কিত। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক দুই করে বাড়তে বাড়তে ৩৯-এ দাড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোত হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই আতঙ্ক আরও বেশি করে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু পোস্টে। নানান ভুল তথ্য বিশিষ্ট পোস্টে চোখ রেখে আতঙ্কে ভুগছে মানুষ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজবে কান না দেওয়ারও পরামর্শ দিয়েছেন।
এদিকে, অরুনাচল প্রদেশের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর পোস্ট করেছে ফেসবুকে। ওই ব্যক্তি পোস্ট করছে, করোনা ভাইরাস থাবা বসিয়েছে, দুজনকে ডিব্রুগড়ে হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই পোস্ট ঘিরেই বিতর্ক তুঙ্গে। এক জেলা মেডিক্যাল অফিসার সামাজিক মাধ্যমে এরুপ বিভ্রান্তিকর পোস্ট করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
Social Plugin