জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোতে অনলাইন কুই্যজ প্রতিযোগিতার উদ্যোগ 'সার্কেল' সংস্থার 



"আন্তর্জাতিক নারী দিবস" উপলক্ষে "সার্কেল" সংস্থার পক্ষ থেকে অনলাইন কুই্যজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনলাইন কুই্যজ প্রতিযোগিতায় যে কেউ যেকোনো বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবে। বিজয়ী প্রার্থীদের "সার্কেল অ্যাওয়ার্ড" অনুষ্ঠানে সংবর্ধনা ও শংসাপত্র প্রদান করবে সংস্থা। 

চলভাষে "সার্কেল" সংস্থার মুখ‍্য কার্যকারী আধিকারিক (CEO) আরিফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "সার্কেল সংস্থার একটা পার্ট 'সার্কেল সায়েন্স অ্যাসেম্বলি" এর পক্ষ থেকে এই কুই্যজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ২৮শে ফেব্রুয়ারী জাতীয় বিজ্ঞান দিবসেও অনুষ্ঠিত হয়েছিল কুই্যজ প্রতিযোগিতা। সারা বছর জাতীয় ও আন্তর্জাতিক দিবস গুলোতে অনলাইন কুই্যজের ব‍্যবস্থা করা হবে। ছাত্র-ছাত্রী, চাকুরি পরীক্ষার্থীসহ যারা দৈনন্দিন জীবনে পড়াশুনা চর্চা করে তাঁদের সম্মান জানাতে ও বিশেষ দিনগুলোকে সকলের সামনে পালন করতেই এই উদ‍্যোগ।" 

Circle

Circle, Dinhata. 482 likes. Education, Social Work & Others Activities are our main focus.. We want to do social work and want to make a difference Education system...and others.


বিস্তারির জানতে ওয়েবসাইট CIRCLE WEBSITE ও ফেসবুক পেজ FACEBOOK PAGE-তে চোখ রাখার আহ্বান জানিয়েছে সংস্থা।

Circle

Circle, Dinhata. 482 likes. Education, Social Work & Others Activities are our main focus.. We want to do social work and want to make a difference Education system...and others.


উল্লেখ‍্য, সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীতে অবস্থিত সার্কেল সংস্থা। শিক্ষা, সামাজিক সচেতনতা, সামাজিক সাহায‍্য করার লক্ষ‍্য নিয়ে ২০১৮ সালে পথ চলা শুরু সার্কেল-এর। বৃত্তিমূলক পরীক্ষা YPTRC (YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE), অঙ্কন প্রতিযোগিতা, নৃত‍্য প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সাথে সাথে সাহিত‍্য জগতেও সামান‍্য পা বাড়িয়েছে এই সংস্থা। সাহিত‍্য সম্মাননা প্রদান ও কাব‍্য সংকলন এই সংস্থার উল্লেখযোগ‍্য উদ‍্যোগ। এছাড়াও, খেলাধুলাও আয়োজন করে থাকে। তিন বছরে পাড়ি দেওয়া এই সংস্থা খুব অল্প সময়ে ছাপিয়ে গেছে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222