আসতে চলেছে জীবি পরিচালিত ফিচার ফিল্ম 'পৌষে বাদল'
মাত্র দুটো ক্যামেরার সাহায্যে একটা আস্ত ফিচার ফিল্ম নামিয়ে ফেলল সৌভিক দের UNIX OFFICIAL টিম । UNIX OFFICIAL বিগত ২ বছরে ১৩ টা ফিল্ম বের করে। তার মধ্যে "কালকেতু ৭৪" ,"অন্তর্নিহিত", "refill the glass" এর মতো ছবি নানান জায়গায় প্রশংসিত হয় ।
তারা আবার একটা ফিচার ফিল্ম করে ফেলল। ছবির নাম 'পৌষে বাদল'। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন- সৌভিক দে ,জীবি, দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, সৌম্য ঘোষ, অঙ্কিত দত্ত, পার্থসারথী শীল, তির্থরাজ, হৃষি, অর্ণব চোপরা আরও অন্যান্যরা। ছবি পরিচালনা করেছেন জীবি। ক্যামেরা পরিচালনা করেছেন প্রিয়ম দে। সহ পরিচালনা করেছেন কৌস্তভ সাহা। ছবিতে গলা দিয়েছেন সুরজিত বন্দ্যোপাধ্যায় ।সঙ্গীতে রয়েছেন নচিকেতা চক্রবর্তী । সঙ্গীত পরিচালনায় রয়েছেন তুনির চক্রবর্তী। এতজনকে সুন্দর করে সাজানোর ভূমিকা পালন করেছেন বিদিশা ভৌমিক ।
তথ্য অনুযায়ী জানাযায় গল্পটা একজন ডিটেকটিভ কীভাবে তার মগজাস্ত্র লাগিয়ে Case Solve করে সমাজের সাথে লড়াই করে টিকে থাকতে পারে তার উপরেই। আর বাকিটা আপনাদের দেখতে হবে।
দেখার জন্য চোখ রাখতে হবে UNIX OFFICIAL এর পর্দায় । যেখানে আগের বছর পুজোয় এই ডিটেকটিভ এর আরেকটি গল্প দেখানো হয়, গল্পটির নাম "সাঁঝবাতি"। আর খুব শিগগিরই আসছে এই ছবির ট্রেলার । চোখ রাখুন UNIX OFFICIAL এর পর্দায় ।
Social Plugin