অবশেষে স্বস্তির সংবাদ। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হওয়া মহিলার নিউমোনিয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
রবিবার সন্ধ্যা থেকেই করোনা আতংকে ছিলো কোচবিহার বাসি। শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে স্বস্তির বার্তা আতংক দূর করেছে। জানা গেছে ওই চিকিৎসাধীন মহিলার নিউমোনিয়া হয়েছে। করোনা আক্রান্তের সঙ্গে কোনো যোগ পাওয়া যায়নি। ওনার আগে থেকেই শ্বাসকষ্টের রোগও ছিল।
মেনে চলুন-
1. জনকোলাহল বর্জন করুন
2. আক্রান্ত ব্যক্তির থেকে ১ মিটার দুরত্ব বজায় রাখুন ।হ্যান্ডসেক দুরত্ব সংক্রমন ঘটাতে পারে ।
3. আপাতত প্রতিকার হিসেবে এ ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলুন।
4. বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ও ঘরের বাইরে গেলে মুখোশ পরুন।
5. হাত সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন বারবার হাত ধুন ।
6. মাছ মাংস ভালো করে সিদ্ধ করে রান্না করে গরম গরম খান
7. সকালের খাবার বিকালে বিকালের খাবার রাতে খাবেন না ।
8. বাসি বা অপরিস্কার অপরিচ্ছন্ন খাবার থেকে বিরত থাকুন ।
9. সবুজ শাক সব্জী প্রচুর পরিমানে খান ।
10. জল প্রচুর মাত্রায় পান করুন।
11. আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরুন,
12. আর নিজে অসুস্থ না হলেও, অন্যের সংস্পর্শ এড়াতে মুখোশ পরুন।’
13. আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশন করুন যতক্ষন না রোগী বিপদমুক্ত হচ্ছে ।
14. বিদেশ থেকে কোনো লোক যদি আপনার এলাকাতে আসে তার সম্বন্ধে খোঁজ খবর নিন । নিকটবর্তী হসপিটালে খবর দিন ।
15. খুব দরকার না হলে বিদেশ ভ্রমন স্থগিত রাখুন ।
16. সব শেষে সর্দি, জ্বর ,কাশি ,গলা ব্যাথা ,গা ব্যাথা তার সাথে শ্বাসকষ্টের সমস্যী হলে নিকটবর্তী চিকিৎসক বা চিকিৎসাকেন্দ্রে যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন । সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন।
-ডা: অজয় মন্ডল
জনস্বার্থে
প্রচারে সংবাদ
একলব্য
|
Social Plugin