বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু!


রবীন মজুমদার, দক্ষিণ 24 পরগনা: বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু! ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর এলাকার নটেন্দ্রপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ বিজেপির যুব মোর্চার সভাপতি দেহ মিলে শুক্রবার বিকেলে। বাড়ির কিছুটা দূরেই একটি খাল থেকে উদ্ধার হয় দেবাশিস মন্ডল (২৪) নামক ওই যুবকের দেহ।

গঙ্গাসাগরের নটেন্দ্রপুর এর বাসিন্দা ছিলেন তিনি। মৃত দেবাশীষের বাড়ির লোকজন খুনের অভিযোগ তুলেছেন, এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ বিজেপির, বিজেপির ব্লকের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মন্ডলের অভিযোগ " পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দেবাশীষ এর উপর হামলা চালাচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। একাধিকবার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তাকে এর কারণে জেলও খাটতে হয়েছিল তাকে। হাল ছাড়েননি দেবাশীষ। উপায় না পেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে খালে ফেলে দেওয়া হয়েছে"। এমনই অভিযোগ করেন তারা। তৃণমূল নেতা হরিপদ মন্ডল পাল্টা বলেন " মৃত্যুর কারণ নিয়ে ময়নাতদন্তের রিপোর্ট কথা বলবে তার আগে বিজেপি নেতারা কি করে এসব বলছেন? ওদের কাছে কি প্রমাণ আছে?"

বিশেষ সূত্রে জানা যায় দেবাশিস মন্ডল ঘটনার দিন বাড়ির পাশে একটি ক্যলভাট মদ্যপ অবস্থায় তাকে দেখেন। এরপর থেকেই নিখোঁজ ছিল দেবাশীষ। গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

**সংবাদটির বিষয়ে সংবাদ একলব্য সত্যতা যাচাই করেনি। সংবাদ প্রতিনিধির থেকে সরাসরি গৃহীত।