হোলি উদযাপন সারা দেশ জুড়ে শুরু হয়েছে। গতকাল  মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি এক হোলির উৎসবের আয়োজন করে মুম্বাইয়ের বাসভবনে।

গতকাল , ইশা আম্বানির হোলি পার্টিতে প্রিয়াঙ্কা চোপড়া  এবং নিক জোনস হোলির রঙে নিজেদের রাঙিয়ে তোলে। বিয়ের পর নিক-প্রিয়াঙ্কার এটাই প্রথম হোলি উদযাপন।