গ্রামীণ হাসপাতালে আনা হলো করোনা ইনফারেট থার্মোমিটার

রেহান আসিফ, নদীয়াঃ নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে আনা হলো করোনা ইনফারেট থার্মোমিটার। এই যন্ত্রের সাহায্যে করোনা ভাইরাস আক্রান্ত দের চিহ্নিতকরণ করা যাবে । রাজ্য সরকার তথা স্বাস্থ্য সচিবকে অনুরোধ জানায় বেথুয়াডহরী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র উন্নতিকরণ এর জন্য। বিগত কয়েক বছর থেকে উন্নতিকরণ হবে বলেই শুনে আসছি কিন্তু এখনো এর কোন উন্নতি হয়নি একই রকম বেহাল অবস্থাতেই আছে ।