Pic Src: Internet
শরীরে এই দুই রোগ থাকলেই পরতে পারেন করোনার সংক্রমণে

বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। সারা বিশ্বে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং কয়েক হাজার মানুষ মারাও গিয়েছে। এখনো পর্যন্ত কোনো গবেষক বা বিজ্ঞানীরা এই রোগের প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। যে কারনে বন্ধ হয়ে গেছে দেশের স্কুল-কলেজ অফিস-আদালত এবং ক্রীড়া ইভেন্টগুলি।

বিশেষজ্ঞ মতে এই ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে বলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। যে সকল মানুষের বয়স পঞ্চাশের উর্ধ্বে তাদেরই রয়েছে করোনা ভাইরাসে মৃত্যুঝুঁকি। যে সকল ব্যক্তিদের শরীরে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে।

এছাড়াও কোন রোগীর যদি বয়স ৬৫ বছরের বেশি হয় এবং তিনি যদি ধূমপান করেন তাহলে এই ধরনের সংক্রমণ তার শরীরে খুব সহজেই সংক্রমণ হতে পারে আর মৃত্যুঝুঁকির সম্ভাবনা থাকে প্রবল।

সম্প্রতি ‘ল্যানসেট’ নামক এক মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানা গেছে, ৬৯ উত্তীর্ণ পুরুষ যারা ধূমপায়ী এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী, তাদের নভেল করোনাভাইরাসের সংক্রমণে ও মৃত্যুহার সব থেকে বেশি।

এই মারাত্মক ভাইরাস টি অত্যন্ত ছোঁয়াচে বলে দ্রুত ছড়িয়ে পড়ে হাঁচি কাশি এবং সর্দির মধ্যে। এই রোগে আক্রান্ত হওয়া কোনো ব্যক্তির আশেপাশে থাকলে সুস্থ মানুষেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

কোভিড-১৯ ভাইরাসটি প্রথমে শ্বাসনালীতে ক্ষতিগ্রস্ত করে এরপর ধীরে ধীরে ফুসফুস এবং ক্ষুদ্রান্তকেও অ্যাটাক করে। এরপর একে একে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলির কাজ করার ক্ষমতাও বন্ধ করে দেয়।

যেহেতু এখনো করোনার কোনরকম প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি তাই সব সময় সাবান দিয়ে হাত ধোয়া, মুখে রুমাল চাপা দিয়ে হাঁচি-কাশি এবং বাইরে থেকে ঘরে ফিরে পোশাক বদলে দ্রুত পরিষ্কার হওয়া জরুরি।

** News Source: amaze24x7 News